Muktijuddher Digital Golpo
বিকর্ণ কুমার ঘোষ (অতিরিক্ত সচিব, আইসিটি ডিভিশন) দাদা’র পরিচালনায় মিরপুর ক্লাবের “মুক্তিযুদ্ধের ডিজিটাল গল্প” আজ অনুষ্ঠিত হোল ক্যাম্ব্রিয়ান স্কুলের গুলশান শাখায়। লায়ন বাশার ভাইয়ের শিক্ষা নিয়ে মহাযজ্ঞ রীতিমত মন কেড়ে নেয়ার মত ব্যপার। সাথে বাশার ভাইয়ের বিশাল পিঠা, পায়েশ আর পুলির আয়োজন গ্রাম বাংলার আতিথিয়তার কথা মনে করিয়ে দিল। ছাত্র-ছাত্রীদের কলকাকলি আমাদের সকলকেই মোটামুটি ছাত্র বানিয়ে দিল। “মুক্তিযুদ্ধের ডিজিটাল গল্প” বর্তমান প্রজন্মের মুক্তিযুদ্ধকে অনুধাবনের বাহন।






