Notice

সুনামগঞ্জের ত্রাণ কার্যক্রম (2022)

সুনামগঞ্জে বন্যা কবলিত এলাকায় বানভাসী মানুষের জন্য তৈরি খাবার নিয়ে মিরপুর ক্লাবের একটি টীম জরুরী ত্রান তৎপরতায় অংশগ্রহনের জন্য প্রস্তুতী গ্রহন করছে। ত্রান তৎপরতায় অংশগ্রহনে আগ্রহী মিরপুর ক্লাবের সদস্যগণকে জরুরী ভিত্তিতে যোগাযোগের অনুরোধ জানানো যাচ্ছে। উল্লেখ্য যে আমাদের ক্লাবের অন্যতম সদস্য জনাব ডঃ এম এ মতিন (প্রাক্তন মহাপরিচালক, বগুড়া পল্লী উন্নয়ন একাডেমি) আমাদের ত্রান তৎপরতার কাজে ব্যবহারের জন্য একটি আধুনিক এবং শক্তিশালী জাহাজের ব্যবস্থা করেছেন। আসুন আমরা এই মহা দুর্যোগে বন্যায় দুর্দশাগ্রস্ত মানুষের পাশে দাড়াই।

প্রোফেসর মোস্তফা আকবরের ২৫,০০০ টাকা আমাদের ত্রান কমিটির জন্য বিরাট অনুপ্রেরণা তৈরি করেছে। আজ সারাদিন আরও অনেকে আমাদের টাকা পাঠিয়েছেন। আগামী বৃহস্পতিবার আমাদের টীম ভৈরব থেকে সুনামগঞ্জের হাওড় অঞ্চলের দিকে যাত্রা শুরু করবে ইনশাআল্লাহ্‌। আমরা আশা করছি প্রথমবার ৫/৬ লাখ টাকার রান্না করা খাবার পৌঁছে দিতে পারবো বানভাসি মানুষের মাঝে।
সুনামগঞ্জ জেলায় বানবাসি মানুষের মধ্যে দুর্দশা গ্রস্থ সময়ে প্রতিটি বিবেকবান মানুষই ব্যাথিত। মানুষের বিপদের সময় মানবিক সাহায্যে এগিয়ে আসাই মানবিক ধর্ম।
বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষকে তৈরি খাবার বিতরণের জন্য মিরপুর ক্লাবের একটি টিম নৌ পথে সুনামগঞ্জে যাচ্ছে। অনেক বাক্তি বা প্রতিষ্ঠান আছে ।যারা ত্রান কাজে অংশ গ্রহণ করার আখাঙ্কা থাকলেও যোগাযোগ বিছিন্নতার কারণে ত্রানের কাজে নিয়োজিত হতে সক্ষম হচ্ছে না। মিরপুর ক্লাবের এ মহৎ উদ্যোগের মানে কোন প্রতিষ্ঠান /সংঘটন/বাক্তি আর্থিক সয়াহতা দিয়ে শামিল হতে চাইলে তাদেরকে সাদুবাদ জানাই।
আসুন সবাই মিলে এ বিপদে একজন মানুষ হিসেবে মানুসের পাশে দাঁড়িয়ে কিঞ্চিত ঋণ শোধ করি।
Bikash personal for Donation in favour of Mirpur clubঃ
+880 1714-043994 (Limon Bhai)