Medical Support
ভার্চুয়াল হাসপাতাল কী এবং কেন?
একটা আদর্শ হাসপাতালে যতগুলো সুযোগ সুবিধা পাওয়া যায় তার সব ধরনের সুযোগ সুবিধা এই ভার্চুয়াল হাসপাতালে পাওয়া যাবে। এই ভার্চুয়াল হাসপাতাল মূলত একটি স্বাস্থ্য ব্যবস্থার নেটওয়ার্ক। এটি মূলত একটি সমন্বিত হাসপাতাল নেটওয়ার্ক হবে। এটির নাম হবে ভার্চুয়াল হাসপাতাল সিস্টেম বা ভার্চুয়াল হাসপাতাল নেটওয়ার্ক। হাসপাতালটি ভবিষ্যতে একটি রিসার্চ বেইজড হাসপাতালে রূপান্তরিত হবে। আগামীতে আমরা সুবিধাজনক সময়ে একটি মেডিকেল ইনস্টিটিউট করবো এবং এর সাথে পড়ালেখা এবং রিসার্চ সংযুক্ত থাকবে। বর্তমান সময়ে রিসার্চ বেইজড এডুকেশনাল হাসপাতাল বলতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়কেই বুঝায় যেখানে হাসপাতালের কার্যক্রমের পাশাপাশি রিসার্চ হয় এবং পড়ালেখাও হয়। আপাতত আমরা এমসিএল ভার্চুয়াল হাসপাতালকে পূর্ণাঙ্গ ভার্চুয়াল হাসপাতালে রুপ দিতে চাচ্ছি। আমরা জানি যে একটা হাসপাতালে কিছু স্বাস্থ্য সংক্রান্ত ব্যবস্থাপনা থাকে। যেমনঃ OPD, IPD, অপারেশান থিয়েটার, স্টোরেজ, ফার্মেসী, ইমারজেন্সি সেন্টার, ডাক্তার, নার্স, স্বাস্থ্য কর্মী, আইটি, আয়া, গার্ড ইত্যাদি। এইসব কিছুর সমন্বিত যোগফল হোল একটি হাসপাতাল। আমাদের মিরপুর ক্লাবের ভার্চুয়াল হাসপাতালেও এসব ব্যবস্থাপনা থাকবে। এখন প্রশ্ন হোল এই হাসপাতাল কাজ করবে কিভাবে? প্রথমত মিরপুর ক্লাবের ভার্চুয়াল হাসপাতালের সাথে বিভিন্ন এলাকায় PP বা পয়েন্ট পার্সন সংযুক্ত থাকবে। এই পয়েন্ট পার্সনদের স্বাস্থ্যকর্মীও বলা যেতে পারে। প্রাথমিক অবস্থায় ঢাকা শহরে আমরা ১০০ পয়েন্ট পার্সন নিয়োগ করতে চাই। পর্যায়ক্রমে সারা দেশে ১০০০ পয়েন্ট পার্সন নিয়োগ দেওয়া হবে। এই সব পয়েন্ট পার্সনের কাজ হবে ঐসব এলাকার রোগীর তথ্য প্রদান করা। সেই তথ্যনুযায়ী ভার্চুয়াল হাসপাতাল সেখানে স্বাস্থ্যকর্মী বা নার্স পাঠাবেন। স্বাস্থ্য কর্মী বা নার্স রোগীর সাথে প্রয়োজনীয় সেবার বিস্তারিত আলোচনা করবেন। বিস্তারিত জানার পর রোগী সেবা নিতে রাজী হলেই কেবল তখন তাকে ভার্চুয়াল ডাক্তার এর সাথে সাক্ষাত করিয়ে দেওয়া হবে। ডাক্তার যদি মনে করেন রোগীর বিভিন্ন পরীক্ষা করা প্রয়োজন। সেই অনুযায়ী ভার্চুয়াল হাসপাতাল এর নেটওয়ার্কে থাকা ডায়াগনস্টিক সেন্টার থেকে লোক পাঠানো হবে প্রয়োজনীয় স্যম্পল নেয়ার জন্য। পরীক্ষা শেষে রোগীকে রিপোর্ট প্রদান করা হবে। পরবর্তীতে একই প্রক্রিয়ায় ডাক্তার রিপোর্ট দেখে চিকিৎসা প্রদান করবেন। এই হাসপাতালের মূল লক্ষ্য হচ্ছে সবার জন্য চিকিৎসা সেবাপ্রদান করা। হাসপাতালের সাথে নিযুক্ত ডাক্তারদের সর্বোচ্চ এবং সর্বনিম্ন ফি নির্ধারন করা থাকবে। যদি কোন ক্ষেত্রে রোগীর চিকিৎসা ব্যয় পরিশোধ করার সক্ষমতা না থাকে সেক্ষেত্রে মিরপুর ক্লাব এর যাকাত ফান্ড থেকে খরচ বহন করা হবে। পর্যায়ক্রমে সমগ্র বাংলাদেশ এবং প্রবাসী বাংলাদেশীদের মাঝে চিকিৎসা সেবা পৌঁছে দিতে এমসিএল ভার্চুয়াল হাসপাতাল সচেষ্ট ভূমিকা রাখবে।


